পুলিশের গুলিতে কর্মী নিহত হওয়ার দাবি বিএনপির
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে গুলিতে শামীম মোল্লা নামের একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শামীম মোল্লা মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি। তার পিতার নাম ইউসুফ মোল্লা।
মিল্টন বলেন, শামীমকে গুরুতর অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সেখানেই মারা যান।
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।