মির্জা আব্বাস, আমির খসরুর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর এবার দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বিএনপি।
বিবৃতিতে বলা হয়েছে, শাহজাহানপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
এছাড়া, গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িও ঘিরে রেখেছে পুলিশ।
আমির খসরু মাহমুদের বাসায় তাকে আটকের জন্য যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। কিন্তু তল্লাশি চালিয়ে তাকে বাসায় পাওয়া যায়নি। এখন পুলিশ সদস্যরা বাসার সামনেই অবস্থান করছেন বলে জানা গেছে।
ডিবি গুলশানের ডেপুটি কমিশনার রিফাত শামীম টিবিএসকে বলেন, 'হ্যাঁ, আমরা এখানে আছি, কোনো আপডেট থাকলে অবশ্যই জানতে পারবেন।'
তাদের বাড়ির সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।