দাম কমাতে আলু আমদানির অনুমতি দেবে সরকার
বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আগ্রহী আমদানিকারকদেরকে অনুমতি নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।
সম্প্রতি দেশের বাজারে বেড়েছে আলুর দাম। সরকার প্রতিকেজি আলুর দাম ৩৫-৩৬টাকা নির্ধারণ করে দিলেও এ সপ্তাহে আলু বিক্রি হয়েছে ৬০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ৫০ টাকা।
গত ১৪ সেপ্টেম্বর প্রতিকেজি আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার বিশ্লেষণে দেখা যায়, দাম নিয়ন্ত্রণের পর আলুর দাম নেমেছে ৪৫ টাকায়।
তবে গত এক মাসে আলুর দাম ১২ শতাংশ বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আলুর বার্ষিক চাহিদা ৮৫-৯০ লাখ টন। ২০২২-২৩ অর্থবছরে দেশে ১.১২ কোটি টন আলু উৎপাদিত হয়।
আলুর উৎপাদন কমে যাওয়া নিয়ে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করলেও সরকার এই বিষয়টি গুরুত্ব দেয়নি।
কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, "যদিও সরকার এ বছর ১ কোটি টনের বেশি আলু উৎপাদনের কথা জানিয়েছে, বাস্তবে ৮-৮.৫ মিলিয়ন টনের বেশি আলু উৎপাদন হয়নি।"
এর আগে গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আলু আমদানির পরিকল্পনার বিপক্ষে ছিল কৃষি মন্ত্রণালয়।
ফলে সে সময় ব্যবসায়ীদের আলু আমদানির অনুমতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।