পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে এখন পর্যন্ত বাংলাদেশের সম্বল মাত্র একটি জয়। ছয় ম্যাচে টানা পাঁচ হারে বিশ্বকাপ থেকেই কার্যত ছিটকে গেছে তারা। তবু বাকি তিন ম্যাচে ভালো করে দেশের মানুষের জন্য কিছু হলেও নিয়ে যাওয়ার ইচ্ছা অধিনায়ক সাকিব আল হাসানের।
সোনার হরিণ হয়ে ওঠা একটি জয়ের খোঁজে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের সপ্তম মাচে টস ভাগ্য পক্ষে এসেছে তাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তার জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন ফকর জামান, আগা সালমান ও উসামা মীর। বাংলাদেশের মতো পাকিস্তানও কোণঠাসা। প্রথম দুই ম্যাচ জেতা দলটি পরের চার ম্যাচেই হেরেছে।
বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের রেকর্ড সমান সমান। দুইবারের সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নিজেদের প্রথম বিশ্বকাপেই ১৯৯৯ সালে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। দলটির বিপক্ষে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে হারে তারা। এই ফরম্যাটে ৩৮ বারের মোকাবিলায় পাকিস্তান জিতেছে ৩৩ ম্যাচে, বাংলাদেশের জয় ৫টি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।