দিল্লিতে বায়ুদূষণ, টানা দ্বিতীয় দিন অনুশীলন বাতিল করল বাংলাদেশ
বায়ুদূষণ দিল্লির সবচেয়ে বড় সমস্যা। প্রতি বছর বায়ু দূষণে এই শহরে অসংখ্য লোক অসুস্থ হয়ে থাকেন। মৃত্যুর রেকর্ডও রয়েছে দূষণের ফলে।
এবারের বিশ্বকাপের ভেন্যুর তালিকায় রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ইতোমধ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটিও সেখানেই হওয়ার কথা।
কিন্তু বায়ু দূষণের কারণে এখন পর্যন্ত অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ দল। টানা দ্বিতীয়দিনের মতো অনুশীলন বাতিল করেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাও নিজেদের অনুশীলন বাতিল করেছে।
দিল্লির বায়ুর এই অবস্থা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে জানিয়েছে ভারতীয় সরকারের বায়ু বিশেষজ্ঞ এজেন্সি গুলো। শুক্রবারের অনুশীলন বাতিল হওয়ার পর শনিবার সন্ধ্যা ৬ টায় অনুশীলন করার কথা ছিলো বাংলাদেশ দলের।
তবে সেটিও বাতিল করা হয়েছে বলে জানান দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন, 'আমাদের হাতে আরো দুদিন আছে। আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না। ইতোমধ্যে কয়েকজনের কাশিজনিত সমস্যা দেখা দিয়েছে। আমরা জানিনা কখন পরিস্থিতির পরিবর্তন ঘটবে।'