রাজধানীতে ৪টি বাসে আগুন
রাজধানী এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে একটি এবং নিউমার্কেটের সামনে অপর একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সায়েদাবাদ এবং গুলিস্তানেও একটি করে বাসে অগ্নিসংযোগের ঘটনা জানা গেছে।
এলিফ্যান্ট রোডের আগুনের ঘটনাটি সন্ধ্যারাত ৭টা ২৫ মিনিটে ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, 'ইতোমধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।'
তিনি জানান, মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবহনকাজে ব্যবহৃত বাসে আগুন দেওয়া হয়েছে। আর নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কোন হতাহতের ঘটনা জানা যায়নি।
এ ছাড়া সায়েদাবাদের জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা জানা গেছে।
রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন এর দুটি ইউনিট এ আগুন নেভানোর কাজ করছে।
আগামীকাল থেকে বিএনপি-জামায়াতের ডাকা দুইদিনের অবরোধ শুরুর আগে আজ সন্ধ্যারাতে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে।