রাজধানীর ধানমন্ডি, বনানী ও তাঁতীবাজারে ৩ বাসে আগুন
বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের নতুন করে ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
এ ঘটনার পর দ্রুত একজনকে আটক করা হয়েছে।
এছাড়া আজ সন্ধ্যায় বনানী এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের স্টেশন অফিসার তানহা বিন জাসিম জানান, সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে বাসগুলোতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো ৮ নভেম্বর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়।
দেশব্যাপী ৪৮ ঘণ্টার এ অবরোধের আগে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মালিবাগ এলাকায় পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়।
রাত ১১টার দিকে মালিবাগে আনসার ক্যাম্পের পাশে বাহন পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।