লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের ৩ কেন্দ্রের ফল বাতিল; অনিয়মের প্রমাণ পেয়েছে ইসি
লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে তিনটি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন অনিয়মের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (১৩ নভেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, 'লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের নতুন ফলাফল ঘোষণার পর কমিশন গেজেট প্রকাশ করবে।
'তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছেন। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রেজেন্টিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।'
জাহাঙ্গীর আলম বলেন, 'কেন্দ্রটির ফলাফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফলাফল ঘোষণা করলে পরে কমিশন গেজেট প্রকাশ করবে।'
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'কমিশন নিশ্চিত করেছে যে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এখনও সময় আছে, অপেক্ষা করুন।'
এর আগে গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত করে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে।
ভোট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা বলে বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে ৫ নভেম্বর দুটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।