ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত
১ মাস ১০ দিনের দীর্ঘ সফরে কঠিন পথ পেরিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে সেরা চার দল। আজ শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই। প্রথম সেমিতে আজ দুর্বার ভারতের মুখোমুখি হচ্ছে গেল দুই বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড। আগের বিশ্বকাপেও সেমিতে দেখা হয় এই দুই দলের, জয় পায় কিউইরা। এবার নিয়ে নবমবারের মতো সেমি-ফাইনাল খেলছে নিউজিল্যান্ড, অষ্টমবারের মতো খেলছে ভারত।
সোনালী শিরোপার আরও কাছে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টস ভাগ্য পক্ষে এসেছে ভারতের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। টসের সময় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, টস জিতলে তারাও আগে ব্যাটিং করতেন। দুই দলই অপরিবর্তিত একাদশে নিয়ে মাঠে নামছে।
এবারের বিশ্বকাপে ভারত রীতিমতো উড়ছে। আয়োজক দেশটির সামনে বাধার দেয়াল তুলতে পারেনি কোনো প্রতিপক্ষই। এমনকি কোনো দল প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। গ্রুপ পর্বের ৯ ম্যাচে সবকটি জিতে সেমিতে পা রেখেছে তারা। নিউজিল্যান্ড দাপুটে শুরু করলেও সেই ধারায় থাকতে পারেনি। নিজেদের প্রথম চার ম্যাচ জেতা দলটি পরের পাঁচ ম্যাচে মাত্র একটিতে জেতে।
১৯৭৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। এরপর থেকে বিশ্ব আসরে নয়বার দেখা হয়েছে তাদের। এর মধ্যে ভারত জিতেছে ৪টি ম্যাচ, কিউইদের জয় পাঁচটি ম্যাচে। এই ফরম্যাটের রেকর্ডে অবশ্য ভারত এগিয়ে। ১১৭ ওয়ানডেতে ভারতের জয় ৫৯টি, নিউজিল্যান্ড জিতেছে ৫০ ম্যাচে। একটি ম্যাচ টাই হয় এবং ৭টি ম্যাচের ফল আসেনি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।