নকল স্যানিটাইজার বিক্রি, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ও হ্যাক্সিসল বিক্রির দায়ে এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড ডটকম নামে একটি এমএলএম প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
এ সময় আরও দুই লাখ টাকার নকল হ্যান্ড স্যনিটাইজার ও হ্যান্ড রাব জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটিতে এই অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
তিনি জানান, কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড ডটকম প্রতিষ্ঠানে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ও হ্যাক্সিসল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি এমএলএম এর মাধ্যমে নকল এই পণ্যগুলো বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, "প্রতিষ্ঠানটিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮-বি ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।"
জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রামের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেনও জানান তিনি।
অভিযানকালে ওষুধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক হোছাইন মো. ইমরান উপস্থিত ছিলেন।