আয় তিন লাখ টাকার নিচে হলে কর দিতে হবে না
যাদের বার্ষিক আয় তিন লাখ টাকার কম তারা করমুক্ত থাকছেন। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এ ঘোষণা দেন। বিদায়ী ২০১৯-২০ বছরে সর্বনিম্ন করমুক্ত আয় নির্ধারিত ছিল আ্ড়াই লাখ টাকা।
নতুন প্রস্তাবিত বাজেট অনুযায়ী, তিন লাখ টাকার উপরে, পরবর্তী ১ লাখ টাকা আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। এরপরের ৩ লাখ টাকায় দিতে হবে ১০ শতাংশ। পরবর্তী ৪ লাখ টাকা আয়ে, মোট আয়ের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর ৫ লক্ষ টাকায় মোট আয়ে কর ধার্য করা হয়েছে ২০ শতাংশ। এরপর আয় এই সীমা ছাড়িয়ে গেলে মোট আয়ের উপর কর দিতে হবে ২৫ শতাংশ হারে।
বিদায়ী অর্থবছরে আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখে ১০ শতাংশ, ৫ লাখে ১৫ শতাংশ, ৬ লাখে ২০ শতাংশ, আর ৩০ লাখে মোট আয়ের উপর কর ধার্য ছিল ২৫ শতাংশ।