বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার হার
বিশ্বকাপ বাছাইপর্বে একইদিনে হেরেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। অপরিকে কলম্বিয়ার মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল।
টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। তবে হেরেও টেবিলেই শীর্ষেই আছে আর্জেন্টিনা।
ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্বভাবজাত খেলার দেখা পাওয়া যায়নি। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো যথেষ্ট ছিল না।
ম্যাচের ৪১ মিনিটে আরাউহো ও ৮৭ মিনিটে নুনেজের গোলে উরুগুয়েকে দুর্দান্ত এক জয় এনে দেয়। আগের ম্যাচেই ব্রাজিলকে হারিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
এদিকে উরুগুয়ের কাছে আগের ম্যাচ হারা ব্রাজিল এদিন মাত্র চার মিনিটেই কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে যায়। কদিন আগেই কিডন্যাপারদের হাত থেকে বাবা-মাকে ফিরে পাওয়া লুইজ দিয়াজ ম্যাচের ৭৫ ও ৭৯ মিনিটে দুই গোল করে খেলা কলম্বিয়ার দিকে ঘুরিয়ে দেন। আর তাতেই প্রথনে পিছিয়ে পরা কলম্বিয়াই জয় নিয়ে মাঠ ছাড়ে।