আকস্মিক গোলাপি রঙ ধারণ করেছে ৫০ হাজার বছর পুরোনো হ্রদ
ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত লোনার হ্রদের পানি আকস্মিকভাবে গোলাপি বর্ণ ধারণ করেছে। হ্রদটির এ আকস্মিক রঙ পরিবর্তন কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে ভারতীয়দের মনে।
বিশেষজ্ঞরা এর সঠিক কারণ এখনও নিশ্চিত করতে পারেননি। তবে কয়েকটি সম্ভাব্য কারণ তারা ব্যাখ্যা করেছেন।
তাদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি অথবা লাল বর্ণের জলজ শৈবালের উপস্থিতি এমন রঙ পরিবর্তনের কারণ হতে পারে। অথবা এ দুইয়ের সম্মিলিত প্রভাবেও এমনটা ঘটা বিচিত্র কিছু নয়। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের 'গ্রেট সল্ট লেক' এবং অস্ট্রেলিয়ার 'লেক হিলার'-এর কিছু অংশেও এ দুটি কারণে পানির রঙ কিছু কিছু জায়গায় গোলাপি আভা ধারণ করেছে এর আগে।
স্থানীয় ভূতত্ত্ববিদ গজানন খারাত মহারাষ্ট্র রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে জানান, এর আগেও হ্রদের পানির রঙ পরিবর্তন হয়েছে। কিন্তু কোনোবারই তা এতটা দৃশ্যমান হয়নি।
গজানন বলেন, চলতি বছর পানির লবণাক্ততা বাড়ায় পানির রঙ লাল হয়ে উঠেছে। তীব্র উত্তাপে পানি শুকিয়ে হ্রদের আকার হ্রাস পাওয়ায় এমনটা হতে পারে।
লাল রঙের জলজ শৈবালের উপস্থিতির কারণেও এ পরিবর্তন হয়েছে কি না, তা নিয়ে অনুসন্ধান করছেন স্থানীয় গবেষকরা। ইতোমধ্যেই পানির নমুনা সংগ্রহ করে ভারতের নানা গবেষণাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই পানির লোহিত বা আংশিক গোলাপি আভা ধারণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান গজানন খারাত।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই হ্রদ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণুর আঘাতের ফলে জন্ম নেয়। লোনার হ্রদ পর্যটনের জন্য খুবই জনপ্রিয়। পাশাপাশি বিশ্বজুড়ে বিজ্ঞানীরাও এই হ্রদ নিয়ে অনেক গবেষণা করেন।