'অকালে চলে গেল', সুশান্তের মৃত্যুতে শোকাহত মোদি
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে ভারতের রাজনৈতিক মহলও শোকগ্রস্ত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার এক টুইট বার্তায় লিখেছেন, 'অকালেই চলে গেলেন; তার মৃত্যুতে শোকাহত (আমি)।'
ওই বার্তায় সুশান্তকে তিনি 'এক উজ্জ্বল তরুণ অভিনেতা' হিসেবেও অভিহিত করেন।
মোদি আরও লিখেন, 'টিভি ও চলচ্চিত্রে দারুণ কাজ করে গেছেন তিনি। বিনোদন জগতে তার আবির্ভাব বহু মানুষকে প্রেরণা যুগিয়েছে। অবিস্মরণীয় কিছু পারফরম্যান্স তিনি রেখে গেছেন।' খবর হিন্দুস্তান টাইমসের।
এর আগে, রোববার মুম্বাইয়ে নিজ বাসা থেকে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কোনো 'সুইসাইড নোট' পাওয়া না গেলেও তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক বলেন, 'সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।'
এই অভিনেতার প্রচারণা টিম তার ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় লিখেছে, "গভীর বেদনা নিয়ে জানাচ্ছি, সুশান্ত সিং রাজপুত আর আমাদের মাঝে বেঁচে নেই। তার ভক্তদের কাছে অনুরোধ, তাকে মনে রাখুন, তার জীবন ও কর্মের প্রচার করুন। গণমাধ্যমের কাছে অনুরোধ, শোকের এই মুহূর্তে 'একান্ত গোপনীয়তা' বজায় রাখতে আমাদের সাহায্য করুন।"
সুশান্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, 'ভারতের রাইজিং সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের ট্র্যাজিক ও মর্মান্তিক মৃত্যুতে তার লাখো ভক্ত আজ বেদনাহত। চলচ্চিত্র ও টেলিভিশনে তার দুর্দান্ত অভিনয় মানুষ চিরকাল মনে রাখবে। কামনা করি, তার বন্ধু ও পরিবার এই বেদনা সহ্য করার শক্তি যেন পায়।'
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে তার পরিবার দিল্লি চলে আসে। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন সুশান্ত। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন। নাচও শেখেন। বিনোদন জগতে ব্যস্ততায় পড়াশোনা শেষ করা হয়নি তার।
এ মাসের শুরুর দিকে নিজের প্রয়াত মাকে উদ্দেশ্য করে এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে লিখেন, 'আবছা অতীতের বাষ্প চোখের জলে ঝরে পড়েছে... অফুরন্ত স্বপ্ন একটা হাসি খুড়েই চলেছে... এবং জীবন দ্রুত পরিবর্তনশীল, দুইয়ের মাঝে আমি ঝুলে রয়েছি...মা।'
এটিই তার শেষ পোস্ট।