‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া মুশফিককে নিয়ে ভনের রসিকতা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিক যেভাবে আউট হয়েছেন, এটা মূলত 'হ্যান্ডল দ্য বল' আউট। কিন্তু এই নিয়মটি এখন আর নেই, এটিকে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' হিসেবে বিবেচনা করা হয়।
ক্রিকেট ইতিহাসে মুশফিক ২৩তম ব্যাটসম্যান, যিনি 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হলেন। টেস্ট ক্রিকেটে ৭২ বছর পর দেখা গেল এমন আউট।
'হ্যান্ডল দ্য বল' এর হিসেবে ১৩তম ব্যাটসম্যান হিসেবে এই আউটের শিকার হলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান, টেস্টে অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই অভিজ্ঞতা হলো তার। এর আগে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউট হয়েছেন ১০ জন ব্যাটসম্যান। তবে মুশফিকের আগে এই দুই ধরনের আউটের কোনোটিরই শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়নি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে।
টেস্টে মুশফিকের মতো 'হ্যান্ডল দ্য বল' আউট হওয়া সর্বশেষ ব্যাটসম্যান ইংল্যান্ডের মাইকেল ভন। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে হাত দিয়ে বল ফিরিয়ে আউট হন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
মুশফিকের ওমন আউট হওয়া দেখে ভন যেন মনে করিয়ে দিতে চাইলেন, এই দলের তিনিও আছে। বাংলাদেশি ব্যাটসম্যানকে রীতিমতো স্বাগত জানিয়েছেন তিনি। ভন এক্সে লিখেছেন, 'হ্যান্ডল দ্য বল আউট হওয়াদের ক্লাবে স্বাগতম। শুধুমাত্র সঠিক খেলোয়াড়রাই এখানের সদস্য হতে পারে।' বলা বাহুল্য, পুরো জিনিসটাই মজা করে করেছেন সাবেক ইংলিশ এই অধিনায়ক।