উপকূলে তিন নম্বর সংকেত, ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপকূবাসীর চরম দূর্ভোগ
উপকূলজুড়ে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল থেকেই উপকূলীয় জেলা সাতক্ষীরায় ক্ষণে ক্ষণে ভারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আম্পানে বিধ্বস্ত সাতক্ষীরা উপকূলে দেখা দিয়েছে নতুন করে আতঙ্ক আর দূর্ভোগ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা। সেখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নতুনভাবে এলাকার মানুষদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে যারা তাবুর নিচে বসবাস করছিলেন তারা মারাত্নক দূর্ভোগে পড়েছে। এছাড়া যাতায়াত ব্যবস্থা নেই। একদিকে ঘুর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত গোটা উপকূলীয় এলাকা। এরই মধ্যে আবার বৃষ্টির কারণে উপকূলবাসীর কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।
গত মঙ্গলবার রাত থেকে সাতক্ষীরা অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বুধবার সকাল থেকে কখনো ভারি ও কখনোবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন উপকূলীয় মানুষ।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে। আগামী এক বা দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে।