দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন কার্ডি বি
পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মার্কিন র্যাপার, গীতিকার ও মডেল কার্ডি বি। সম্প্রতি এক ইনস্টাগ্রাম লাইভে তিনি এ কথা জানান। খবর বিবিসির।
গত রবিবার ভক্তদের উদ্দেশে এই র্যাপার বলেন, 'এখন থেকে আমি সিঙ্গেল…আমি জানি না এ কথা কীভাবে বিশ্বকে বলতে হয়। আমি ২০২৪ সালটি নতুন করে শুরু করতে চাই। আমি আমার নতুন জীবন শুরু করা নিয়ে রোমাঞ্চিত।'
বেশ কিছুদিন ধরেই কার্ডি বি ও তার স্বামী অফসেটের মধ্যে কলহ চলছিল। গত সপ্তাহে তারা দুজন দুজনকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনফলোও করে দেন। অফসেটও একজন মার্কিন র্যাপার।
কার্ডি বির অভিযোগ- অফসেট তার সাবেক প্রেমিকার সাথে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন অফসেট। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ওই নারীর সাথে তার সম্পর্ক তো দূরের কথা, কোনো ধরনের কথাও হয় না। তবে বিচ্ছেদের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
২০১৭ সালে এই দুই র্যাপারের চার হাত এক হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল।
২০১৮ সালের ডিসেম্বরে একবার এই দম্পতি বিচ্ছেদের ঘোষণাও দেন। বিবাদ মিটিয়ে এরপর তারা আবারও এক হন। কিন্তু তাদের সম্পর্কে ঝামেলা যেন পিছু ছাড়ছিল না। ২০২০ সালে জানা গিয়েছিল অফসেটকে ডিভোর্স দিতে চেয়েছিলেন কার্ডি বি।
এই দম্পতির ছয় বছর বয়সী একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে রয়েছে।