মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতায় সৌদি মডেল রুমি আল-কাহতানি
প্রথমবারের মতো মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সৌদি মডেল রুমি আল-কাহতানি। সম্প্রতি সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে অংশ নেন তিনি।
এই মডেল জানান, এই প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।
এই আয়োজনে মিসেস গ্লোবাল এশিয়ান ২০২৪ খেতাব জিতেছেন ফিলিপাইনের ডায়ান শেন ম্যাগ আবো। আগের বছরের বিজয়ী বোর্নিয়ান মডেল কিমি টমাস ম্যাগ আবোর মাথায় মিসেস গ্লোবাল এশিয়ানের মুকুট পরিয়ে দেন।
অন্যদিকে মিস গ্লোবাল এশিয়ান ২০২৪ নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুরের জেসেকা লং। তাকে মুকুট পরিয়ে দেন আগের বছরের বিজয়ী ফিলিপাইনের মিস গ্লোবাল এশিয়ান ২০২৩ গ্লিয়াম কুন্ডাঙ্গান।
প্রতিযোগিতাজুড়েই আল-কাহতানি তার ইনস্টাগ্রামের ৮ লাখ ৭০ হাজার ভক্তের জন্য প্রতিযোগিতায় তার বিভিন্ন লুকের বিভিন্ন আপডেট পোস্ট করেছেন।
তিনি মার্জিত গাউন, স্পোর্টসওয়্যার ও সৌদির ঐতিহ্যবাহী পোশাকসহ আরও বিভিন্ন পোশাক ও সাজে প্রতিযোগিতায় অংশ নেন।
আল-কাহতানি এক পোস্টে বলেন, 'মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এশিয়া ইন্টারন্যাশনাল ২০২৪'- প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
এবারের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, বোর্নিও, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, সৌদি আরব, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়াসহ ১২টি দেশ ও অঞ্চলের ২৫ জন প্রতিযোগী অংশ নেন।
কুয়ালালামপুরের হায়াত প্লেসে টায়ারা ম্যানেজমেন্ট ও লিডিং ম্যানেজমেন্ট এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় মিসেস ক্লাসিক গ্লোবাল এশিয়ান ২০২৪ খেতাব পান মালয়েশিয়ার জোয়ান লাম। প্রথম রানার আপ হয়েছেন জাপানের চিহিরো কোবায়াশি, দ্বিতীয় রানারআপ হয়েছেন বোর্নিওর রোজালিন্দা বুশরাহ এবং তৃতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার সিকতা আনোরি।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মিসেস গ্লোবাল অরা অ্যাম্বাসেডর, ডার্লিং অব দ্য ক্রাউড এবং বেস্ট ইন ইন্টারভিউ অ্যাওয়ার্ড পেয়েছেন ল্যাম; ম্যাগ আবো বেস্ট ইন ইভিনিং গাউন, বেস্ট ইন ক্যাটওয়াক, বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম এবং পপুলার অ্যাওয়ার্ড পেয়েছে; আনোরি কনজেনিয়ালিটি অ্যাওয়ার্ড জিতেছে; বিউটিফুল বডি অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের ঊষা রাঠোর।
এছাড়া, বোর্নিও'র অ্যানি লিউ ফটোজেনিক অ্যাওয়ার্ড পেয়েছেন; এবং জাপানের চিহিরো কোবায়াশি ওয়েলকামিং ডিনার আউটফিট এবং সোশ্যাল মিডিয়া পুরস্কার জিতেছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি