ফুসফুস ক্যান্সারে মারা গেলেন ব্রুকলিন নাইন-নাইন অভিনেতা আন্ড্রে ব্রাওয়ার
দুইবার এমি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন অনিনেতা আন্ড্রে ব্রাওয়ার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ব্রুকলিন 'নাইন-নাইন অ্যান্ড হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট' সিরিজের এই অভিনেতার এক প্রতিনিধি গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর কারণ নিশ্চিত করেন।
৬১ বছর বয়সী এই অভিনেতা গত সোমবার মারা যান। তখন তার এক প্রতিনিধি জানিয়েছিলেন, আন্ড্রে অসুস্থতায় ভুগছিলেন।
গতকাল আন্ড্রের আরেক প্রতিনিধি জেনিফার অ্যালেন জানান, ফুসফুসের ক্যান্সারে তিনি মারা গেছেন।
আন্ড্রে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই প্রকাশ করেছেন। তিনি ২০১৪ সালে নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন যে, তিনি কয়েক বছর আগে ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিয়েছেন। শিকাগোতে জন্ম নেওয়া আন্ড্রে ১৯৮৯ সালের 'গ্লোরি' সিনেমায় ডেনজেল ওয়াশিংটন এবং মরগান ফ্রিম্যানের সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
'আন্ড্রে হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট'-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারের প্রথম এমি অ্যাওয়ার্ড জয় করেন। এছাড়াও সবমিলিয়ে ১১ বার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।