ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনরুমে আগুন
ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিনকক্ষে আগুন ধরেছে। পরে এ আগুন নেভানোও হয়েছে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ আগুন লাগে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।
তিনি বলেন, 'ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটি চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোনো বাধাগ্রস্ত হয়েছিল। ধোঁয়া থেকে ধীরে ধীরে ওই চটের বস্তায় আগুন লেগে যায়।' বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়।