২৬ ডিসেম্বর থেকে আবারো গণসংযোগ কর্মসূচি বিএনপির
জাতীয় নির্বাচন বর্জনে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিনদিন এই কর্মসূচি পালন করা হবে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, "আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি।"
তবে সরকারি ছুটির দিন ও ধর্মীয় দিবস হওয়ায় আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের দিন– কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি দলটি।
এদিকে সূত্রগুলো জানিয়েছে, বিএনপি ছাড়াও সমমনা জোটগুলোর পক্ষ থেকে বিকেলে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেছে।
এর আগে বৃহস্পতি থেকে শনিবার (২০-২২ ডিসেম্বর) গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি। এসময় সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণাও দেয় দলটি, এবং নেতা-কর্মীদের কোনো মামলায় আদালতে উপস্থিত না হওয়ার নির্দেশনা দেয়।