করোনাভাইরাসে আক্রান্ত নাফিস ইকবাল
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের সাহায্য করে আসছেন তামিম ইকবাল। এবার তার পরিবারেই ছোবল বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ানডে অধিনায়কের বড় ভাই ও বাংলাদেশের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ১০ জুন অসুস্থবোধ করেন নাফিস। এরপর জ্বর আসে তার, শরীরও ব্যথা ছিল। তবে দুই-তিন দিনেই ভালো হয়ে যায় জ্বর। নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করান বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। টেস্টে কোভিড-১৯ পজিটিভ আসে তার।
এরপর থেকে চট্টগ্রামের নিজ বাসাতেই আইসোলেশনে আছেন নাফিস। বর্তমানে আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নাফিস ইকবাল বলেন, '১০দিন আগে প্রথম লক্ষণ দেখা দেয়। জ্বর, শরীর ব্যথা ছিল, দুই-তিন ছিল। দুই-তিন থাকার পর আমি টেস্ট করাই। টেস্টের দুইদিন পর রেজাল্ট দেয় এবং আমি কোভিড-১৯ পজিটিভ।'
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে নাফিস আরও বলেন, 'মাঝখানে আমি কয়েকদিন খুবই দুর্বল ছিলাম এবং আমার মুখে কোনো স্বাদ ছিল। কিন্তু এখন আমি ভালো আছি, উন্নতি হচ্ছে। দোয়া করবেন যেন জটিল অবস্থা আর না হয়। আমি বাসায় আছি, আইসোলেশনে আছি। আমার পরিবার আমার ভালো যত্ন নিচ্ছে। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।'
করোনাভাইরাসের প্রকোপে সৃষ্ট কঠিন এই সময়ে নেতার মতোই কাজ করে আসছেন ওয়ানডে অধিনায়ক তামিম। ছোট ভাইয়ের মতো নাফিসও নিজের সাধ্যমতো দুস্থদের সহযোগিতা করছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে চার বছর খেলেছেন নাফিস ইকবাল। এ সময়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেন ডানহাতি সাবেক এই ওপেনার। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৫১৮ রান করেছেন তিনি। এ ছাড়া ১৬টি ওয়ানডেতে দুটি হাফ সেঞ্চুরিতে ৩০৯ রান করেছেন মাশরাফি-আশরাফুলদের সাবেক এই সতীর্থ।