ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫% শেয়ার কিনলেন ব্রিটিশ ধনকুবের
ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি করা নিয়ে কম জল ঘোলা হয়নি। বর্তমান মালিক গ্লেজার্স পরিবারের কাছ থেকে বিশ্বের সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীর ক্লাবটিকে কিনে নিতে অনেকেই প্রস্তাব দিয়েছেন। কাতারি শেখ হাম্মাদ বিন থানি ক্লাবের সব দেনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
অন্যদিকে ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফও ক্লাবটির আংশিক শেয়ার কিনতে আগ্রহী ছিলেন। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ ইউনাইটেডকে কিনে নেওয়ার জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবকে ছাপিয়ে যান কাতারি শেখ জসিম বিন হামাদ আল থানি।
এরপর আবার দৃশ্যপটে হাজির হন র্যাটক্লিফ। তার কোম্পানি আইএনইওএস ইউনাইটেডের অধিকাংশ শেয়ার কিনে নিতে রাজি হয়। এই কোম্পানি ইতিমধ্যে বেশ কয়েকটি দলের মালিক। যার মধ্যে আছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল নিস, ফর্মুলা ওয়ান দল মার্সিডিজের শেয়ারের মালিকও তারা।
র্যাটক্লিফ নিজে ইউনাইটেডের বড় সমর্থক, তাই তার হাতে দলের মালিকানা গেলে খুশিই হওয়ার কথা ক্লাবটির ভক্তদের। তবে পুরো মালিকানা পাননি এই ব্রিটিশ ধনকুবের। ২৫ শতাংশ শেয়ার নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হবে তাকে।