রমজানের আগে বাকিতে ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি আমদানির অনুমতি দিল সরকার
রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবং মূল্যের চাপ কমাতে ডেফার্ড ঋণপত্রের (এলসি) আওতায় আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের অনুমতি দিয়েছে সরকার।
আটটি পণ্য হলো ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, মটর, মশলা ও খেজুর।
বাকিতে আট পণ্য আমদানির সুযোগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। ব্যবসায়ীরা এসব পণ্যের পেমেন্ট করার জন্য আমদানি এলসি খোলার পর থেকে ৯০ দিন পর্যন্ত সময় পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যকে ট্রেডিং দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। এসব দ্রব্যের আমদানির ক্ষেত্রে সাইট এলসি খোলার নির্দেশনা রয়েছে। অর্থাৎ এলসি খোলার কয়েকদিনের মধ্যেই পণ্যের দাম পরিশোধ করে দিতে হয়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে প্রায় প্রতি বছরই ডেফার্ড এলসির মাধ্যমে আমদানির সুযোগ দেওয়া হয়। ফলে ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে আমদানি করা পণ্য বিক্রি করে পেমেন্ট করে দিতে পারে। সেই ধারাবাহিকতাতেই চলতি বছরও এ সুযোগ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, রমজানে ছয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ব্যাপক বেড়ে যায়। চিনির মাসিক চাহিদা ১.৩৫ লাখ টন হলেও রমজানে এটি দ্বিগুণের বেশি বেড়ে ৩ লাখ টন হয়ে যায়। ভোজ্যতেলের চাহিদা ১.৫ লাখ টন থেকে বেড়ে ৩ লাখ টন, মশুর ডালের চাহিদা ৩৮ হাজার টন থেকে বেড়ে ১ লাখ টন, খেজুরের চাহিদা ৪ হাজার টন থেকে বেড়ে ৫০ হাজার টন, ছোলার চাহিদা ২ হাজার টন থেকে বেড়ে ১ লাখ টন এবং পেঁয়াজের চাহিদা ১.৭৩ লাখ টন থেকে বেড়ে ৫ লাখ টনে পৌঁছে যায় এ মাসে।
এজন্য ব্যবসায়ীরা প্রতি বছর রোজা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই বাড়তি চাহিদা জোগানের জন্য সরবরাহ বাড়াতে থাকেন। ডলার সংকটের এই সময়ে সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিল।