পশ্চিমবঙ্গে ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল
ভারতের পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার রাজ্য সচিবালয় নবান্নে সর্বদলীয় বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি। সঙ্গে জানান, ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে চলবে না লোকাল বা মেট্রো ট্রেন।
মমতা বলেন, ৩০ জুন পর্যন্ত লকডাউন করাই রয়েছে। ৩১ জুলাই পর্যন্ত পূর্ব ঘোষিত আংশিক শিথিলতাসহ লকডাউন চলবে। এরপর ভারতীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই প্রাদেশিক সরকারের। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
মমতা আরও বলেন, লকডাউন চললেও সামাজিক দূরত্বের বিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের বাকি ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে নিয়মিত ক্লাস শুরু হবে না কোনও স্কুল বা কলেজে। হবে না অন্য কোনও পরীক্ষা।
এদিনের বৈঠকে লকডাউন নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মন্তব্য পেশ করেছে বলে জানিয়েছেন তিনি। সবার মন্তব্য বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, গত ৮ জুন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অফিস-আদালত খোলার অনুমতি দিয়েছে। তবে লোকাল ট্রেন না চলায় ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। তার ওপরে রাস্তায় নামছে না বেসরকারি বাস। ফলে কয়েক ঘণ্টা রাস্তায় কাটিয়ে বাড়তি খরচ করে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাই দ্রুত লোকাল ট্রেন চালুর দাবিতে সরব হয়েছিলেন অনেকেই। কিন্তু সংক্রমণ বাড়ার আশঙ্কায় সেই ঝুঁকি নেননি মমতা।