২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার: নসরুল হামিদ
সরকার ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ''গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আমরা ২০২৫ সালের মধ্যে ৪৬টি গ্যাস কূপ খনন করতে চাই।''
তিনি বলেন, ''দেশে গ্যাস সরবরাহের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ।''
প্রতিমন্ত্রী আরও বলেন, ''গ্যাস বড় চ্যালেঞ্জ, আগামী দুয়েক দিনের মধ্যে বন্ধ থাকা ভাসমান টার্মিনাল চালু হলে গ্যাসের চলমান পরিস্থিতির উন্নতি হবে।''
নসরুল হামিদ বলেন, ''জ্বালানি তেলের জন্য চলতি বছরের মার্চ মাস থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি কার্যকর হবে। ''
তিনি বলেন, ''সরকার আগামী মার্চের মধ্যে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি বাস্তবায়ন করবে। প্রতি মাসে দাম সমন্বয় হবে। শুরু হবে তেল দিয়ে।''