বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার
এক দশক আগে ২০১৪ সালে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
রোববার (২৮ জানুয়ারি) ওই পুরস্কারের অর্থ এবং সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন তিনি।
জাকির তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বাংলা একাডেমির অগণতান্ত্রিকতা, স্বেচ্ছাচারিতা, আমলাতান্ত্রিকতা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। তারা গত ২৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন দেয় না। তারা কোনো কাজের কোনো ব্যাখ্যা দেয় না।'
বাংলা একাডেমি নিজেদের পছন্দের লোক দিয়ে সব ধরনের সাব-কমিটি করে বলে অভিযোগ করেন এই সাহিত্যিক।
জাকির তালুকদার বলেন, সব মিলিয়ে বাংলা একাডেমির অনুষ্ঠান, কার্যক্রম, পুরস্কারের মান—এই সবগুলোই নেমে গেছে।
'যেখানে প্রতিষ্ঠানের মান নেমে যায়, সেখানে পুরস্কারের মান তো স্বাভাবিকভাবেই নেমে গেছে। ওই পুরস্কার গ্রহণ করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না,' বলেন তিনি।
কথাসাহিত্যিক জাকির তালুকদারের বেড়া ওঠা নাটোরে। পেশায় তিনি চিকিৎসক, স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন স্বাস্থ্য অর্থনীতিতে।
জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে। এর মধ্যে 'মুসলমানমঙ্গল', 'পিতৃগণ', 'কুরসিনামা', 'কবি ও কামিনী', 'ছায়াবাস্তব', প্রভৃতি উল্লেখযোগ্য।