ছুটি কাটানোর সময় বৃষ্টি হলে সিঙ্গাপুরের হোটেল উলটো আপনাকে টাকা দেবে
সিঙ্গাপুরে বছরে গড়ে ১৭১ দিন বৃষ্টিপাত হয়। তবে সে বৃষ্টিতে শহরে ঘুরতে আসা অতিথিদের ছুটি যাতে নষ্ট না হয় সে ব্যবস্থাই নিচ্ছে সিঙ্গাপুরের হোটেল 'ইন্টারকন্টিনেন্টাল'।
আর্থিক ঝুঁকি থাকলেও হোটেল ইন্টারকন্টিনেন্টাল 'রেইন রেজিস্ট ব্লিস' প্যাকেজের অন্তর্ভুক্ত কোনো অতিথির পূর্ব পরিকল্পিত কার্যক্রম বৃষ্টিতে ভেসে গেলে তাকে অতিরিক্ত এক রাত থাকার সমপরিমাণ ক্ষতিপূরণ দেবে।
হোটেলটির মহাব্যবস্থাপক আন্দ্রেয়াস ক্রেমার সিএনএনকে বলেন, 'আমি একদল বন্ধুর সাথে বিলাসবহুল ভ্রমণের সুবিধাগুলো কী হবে তা নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবং তাদের মধ্যে একজন মজা করে মন্তব্য করেছিলেন যে ভালো আবহাওয়ার নিশ্চয়তা দিতে পারাটা বিলাসবহুল ভ্রমণের চূড়ান্ত ধাপ হবে। সেখান থেকেই বৃষ্টি বিমা প্যাকেজের ধারণার জন্ম হয়।'
তবে এখানে কিছু শর্ত রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল প্রতিবার বৃষ্টি হলেই নগদ টাকা দেবে না। হোটেলের বিজ্ঞপ্তি অনুসারে, দিনের আলোর সময় যদি ৪ ঘণ্টার ভেতরে ১২০ মিনিটের বেশি টানা বৃষ্টি হয় তখনই এই প্যাকেজ কার্যকর হবে।
প্যাকেজটি কেবল স্যু্টে থাকা অতিথিদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে জুনিয়র স্যুট প্রতি রাত ৬৩৩ মার্কিন ডলার এবং প্রেসিডেন্টশিয়াল স্যুট ৩,৩৪৯ মার্কিন ডলার থেকে শুরু হয়।
ক্ষতিপূরণের অর্থ একটি ভাউচার আকারে আসবে, যা এক সপ্তাহের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিঙ্গাপুরে ব্যয় করতে হবে। ভাউচারের টাকার পরিমাণ আপনার রুমের এক রাতে থাকার সমান।
'রেইন রেজিস্ট ব্লিস' এর মতো বিশেষ প্যাকেজগুলো হোটেলগুলোকে অবশ্যই বাকিদের থেকে এগিয়ে রাখবে।
বালির একটি হোটেল অতিথিদের বিশ্রামের সময় পুলের পাশে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবহার নিষিদ্ধ করেছে।
এদিকে, পার্ক হায়াত নিউইয়র্কের মতো বিশ্বব্যাপী অসংখ্য হোটেল এবং রিসোর্টগুলো অতিথিদের একটি আদর্শ রাতের ঘুম উপহার দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি কক্ষ চালু করেছে। এই কক্ষগুলো হোয়াইট নয়েজ মেশিন, ভারী কম্বল এবং বিশেষ শয়নকাল চায়ের মতো সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন