লাইসেন্স পেল সিটি গ্রুপের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা
সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল (ইজেড) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) লাইসেন্স পেয়েছে। সিটি গ্রুপ নারায়ণগঞ্জে প্রকল্পটি নির্মাণে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ লাইসেন্স দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
অনুষ্ঠানে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
শিগগিরই শিল্প কারখানা নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'স্টিল মিল, কেমিক্যাল ও সিরামিক খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলা হবে।'
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে প্রায় ৯৩ একর জমির ওপর গড়ে তোলা হবে পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল।
এটি ঢাকা থেকে সড়কপথে ২৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
১৫০ একর জুড়ে ইজেড সম্প্রসারণের ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে।