ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম জানিয়েছেন, ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদরদী নামক স্থানে শুক্রবার ভোর রাতের দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই একজনের মৃত্যু হয়।
তিনি বলেছেন, অতি দ্রুত গতি থাকার কারণে বাসটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ভাঙা হাইওয়ে থানায় নিয়ে এসেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেছেন, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে।