সলিমুল্লাহ সড়কে সপ্তাহে ২ দিন হকারদের হলিডে মার্কেট
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদের দাবি অবশেষে বাস্তবায়ন হয়েছে সলিমুল্লাহ সড়ক হকারদের বসতে দেওয়ার মাধ্যমে। এতে বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত থাকায় শহরে কমে এসেছে যানজট।
সলিমুল্লাহ সড়কে এখন থেকে সপ্তাহে দুদিন চলবে হলিডে মার্কেট। সড়কের দক্ষিণ পাশের লেন পুরোটা ব্যবহার করছেন হকারেরা। তবে বাকি পাঁচদিন সড়ক ছেড়ে দিয়ে কেবল ফুটপাতে অবস্থান করতে পারবেন তারা।
এর আগে ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু সড়কসহ শহরের সকল ফুটপাত হকারমুক্ত রাখার বিষয়ে একমত হন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
গত শুক্র ও শনিবার হলিডে মার্কেটের প্রথম কার্যক্রম শুরু করেন হকারেরা। সড়কের ওপর চাটাই, ভ্যান, ট্রলি, ছাতা বসিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। দীর্ঘদিন পর হকারদের পণ্য সামনে পেয়ে নিম্ন আয়ের ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। ক্রেতা ও হকার উভয়ের মুখেই ছিল তৃপ্তির হাসি।
বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদের বিপক্ষে হকার নেতা ও কয়েকজন বামপন্থী নেতা আন্দোলন করে আসছিলেন। প্রশাসনের সিদ্ধান্তকে উপেক্ষা করে হকারেরা অনেকটা জোর করে বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলের চেষ্টা চালালে এক পর্যায়ে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৫) সেলিম ওসমান মেয়র আইভীকে অনুরোধ করেন হকারদের বিরুদ্ধে সিটি করপোরেশনের তরফ থেকে মামলা দায়ের করতে।
পরে ১১ মার্চ হকার নেতারা নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসে রাজি হন বঙ্গবন্ধু সড়ক ছেড়ে দিতে। তার বদলে সলিমুল্লাহ সড়কের উভয় পাশের ফুটপাত এবং শুক্র-শনিবার হলিডে মার্কেট চালু করে বসার অনুমতি পান তারা।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, জামাকাপড় থেকে শুরু করে নানান পণ্যসামগ্রীর পসরা নিয়ে সড়কের খাজা মার্কেটের সামনে থেকে আমলাপাড়া গলির প্রবেশপথ পর্যন্ত দক্ষিণ লেন বন্ধ করে বসেছেন হকারেরা।
রোজা উপলক্ষ্যে হকারদের কাছ থেকে কেনাকাটায় বাড়তি আগ্রহ দেখা যায় ক্রেতাদের মাঝে। তবে সড়কের একপাশ দখল করে ফেলায় চলাচলে বেগ পেতে হয় যানবাহনকে। অনেক গাড়ি আমলাপাড়া গলি হয়ে বঙ্গবন্ধু সড়ক ও অন্যান্য সড়কে প্রবেশ করে। এ সড়কে কিছুটা ভোগান্তি থাকলেও বাকি পুরো শহরই ছিল বেশ ফাঁকা।
সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সলিমুল্লাহ সড়কটিতে এ মার্কেট স্থাপন ও নজরদারি করছেন ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম। তিনি বলেন, 'হলিডে মার্কেটে ক্রেতাদের ভিড় দেখতে পেয়েছি। শুক্র-শনি এ দুদিন চলবে মার্কেট। বাকি দিনগুলোতে হকারেরা ফুটপাতে বসবেন। সেলিম ওসমান, মেয়র আইভী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে।'
উল্লেখ্য, ২০১৮ সালে বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদে মাঠে নামেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। সে সময় হকারদের পক্ষ নিয়েছিলন সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান। হকার উচ্ছেদ করতে শহরের পপুলার হাসপাতালের সামনে এলে মেয়রের ওপর হামলা করে হকার ও শামীম ওসমানের অনুসারীরা। সে সময় আইভীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সে ঘটনার ছয়বছর পর একসঙ্গে আলোচনা করে অবশেষে বঙ্গবন্ধু সড়ক থেকে হকার উচ্ছেদ করা হলো।