১০ মিনিটের ঝড়ে ফিলিস্তিনের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
ম্যাচটা বাংলাদেশের অনেকের জন্যই ছিল আবেগের। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন যে বরাবরই ফিলিস্তিনের পক্ষে। ফুটবলাররাও এর ব্যতিক্রম নন। আগের ম্যাচেই লেবাননের বিপক্ষে খেলা শেষে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে পুরো মাঠ চক্কর দিয়েছেন বিশ্বনাথ ঘোষ-জামালরা।
তবে মাঠের খেলায় আবেগের জায়গা নেই। সেটি বেশ ভালোভাবেই টের পেল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতে ফিলিস্তিনের কাছে পাত্তাই পাননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ফিলিস্তিন ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে ৫-০ গোলের ব্যবধানে, যা আরও বাড়তেই পারত। গোল মিসের মহড়ায় সেটি হয়নি। গোল করতে পারত বাংলাদেশও, প্রথমার্ধের ২৭ মিনিটে সোহেল রানা যে সুযোগ হাতছাড়া করেছেন, সেটি তিনি নিজেও আরেকবার দেখতে চাইবেন না হয়তো।
ম্যাচের ফলাফল এমন হওয়ার কারণ অবশ্য প্রথমার্ধের ৪২ মিনিট থেকে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিট পর্যন্ত ১০ মিনিটের এক ঝড়। এর মধ্যেই ফিলিস্তিন করেছে চার গোল। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হয়, প্রথম গোল পেতে ফিলিস্তিনকে ৪২ মিনিট অপেক্ষা করিয়েছেন তপু বর্মণ-মিতুল মারমারা।
বিশেষ করে গোলরক্ষক মিতুল বেশ কয়েকটি ভালো সেইভ করেছেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর ধরে রাখা যায়নি ফিলিস্তিনি আক্রমণকে। বেলজিয়ান লিগে খেলা দাবাগের গোলে এগিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত দেশটি। এই দাবাগ পরে আরও দুই গোল করে হ্যাট্ট্রিক পূর্ণ করেছেন।
প্রথম গোল খাওয়ার পর ১০ মিনিটের মধ্যে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। দাবাগের জোড়া গোলের মাঝে শিহাব কুম্বরও জোড়া গোল করেন। আর শেষে গোল করে তো হ্যাট্ট্রিক করেছেন দাবাগ।
এই ফিলিস্তিনের বিপক্ষেই ঘরের মাঠে আগামী ২৬ মার্চ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে নিজেদের গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।