ঢামেকে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়াসউদ্দিন (৪০) নামে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬ টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান বলে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে।
গিয়াসউদ্দিন বুধবার (২১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন। জ্বরের পাশাপাশি আরও বেশকিছু সমস্যা ছিল তার।
গিয়াস উদ্দিনের বাড়ি চাঁদপুর সদরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মারা গেছেন ৪৭ জন মানুষ। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা ছাড়িয়েছে ১৪০।