আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম আম্পায়ার সৈকত
আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনিই বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা পেলেন। বাংলাদেশের আম্পায়ারদের জন্য গত বেশকিছুদিনে কয়েকটি ভালো সংবাদের পর এই বড় খবরটি দিয়েছে আইসিসি।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈকতের এলিট প্যানেলে থাকার কথা নিশ্চিত করেছে। এর আগে আইসিসির ইমার্জিং প্যানেলে ছিলেন তিনি। সেখান থেকে তার পদোন্নতি হয়েছে।
আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার, অবসরপ্রাপ্ত নিউজিল্যান্ড আম্পায়ার টনি হিল, মাইক রিলি— এক কজনকে নিয়ে গঠিত নির্বাচক প্যানেল এমন সিদ্ধান্ত নিয়েছে। এলিট প্যানেলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত সৈকত বলেন, 'আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া অনেক সম্মানের। নিজের দেশ থেকে প্রথম আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা পাওয়া সত্যিই অনেক বিশেষ কিছু। আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ আমাকে সমর্থন দেওয়ার জন্য। আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ পাশে থাকার জন্য।'
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন দেশের প্রথম আম্পায়ার হিসেবে। এলিট প্যানেলেও বাংলাদেশের প্রথম প্রতিনিধি হওয়া তার অনেকটাই অবধারিতই ছিল।