সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া
রাশিয়া বলেছে, আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কাজ করছে তারা।
মঙ্গলবার (২ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'এটি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং যে কোনোভাবেই হোক আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখি।'
তিনি বলেন, 'আমাদের মধ্যকার জরুরি বিষয়গুলো সমাধান করা দরকার, এজন্য সংলাপ প্রয়োজন। তাই অন্য সবার মতোই তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করি –কারণ বর্তমানে কার্যত তারা আফগানিস্তানের কর্তৃপক্ষ।'
পেসকভ 'জরুরি বিষয়' সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও, গত মাসে রাশিয়ায় ২০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার সঙ্গে বিষয়টি সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এদিন মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুক হামলায় অন্তত ১৪৪ জন নিহত হয়।
ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে তথ্য রয়েছে এই জঙ্গি সংগঠনটির আফগান শাখা ইসলামিক স্টেট-খোরাসান এই হামলার জন্য দায়ী।
অন্যদিকে রাশিয়া বলেছে, এই হামলার সঙ্গে তারা ইউক্রেনের সম্পৃক্ত থাকার ব্যাপারে তদন্ত করছে।
যদিও কিয়েভ ও মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পরে ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। তবে এখন পর্যন্ত সংগঠনটির নাম রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি