হলান্ডকে নিয়ে হওয়া সমালোচনার জবাব দিলেন গার্দিওলা
আর্লিং হলান্ডকে নিয়ে শুরু হওয়া সমালোচনার জবাব দিয়েছেন পেপ গার্দিওলা। আর্সেনালের বিপক্ষে সিটির গোলশূন্য ড্র হওয়া ম্যাচে হলান্ডের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন।
কিন বলেছিলেন, বড় ম্যাচে হলান্ডকে খুঁজে পাওয়া যায় না এবং তার গোল করার দক্ষতা ছাড়া আর কোনো বিশেষ কিছুই নেই। নরওয়েজিয়ান স্ট্রাইকারকে রীতিমতো দ্বিতীয় স্তরের খেলোয়াড় বলে সম্বোধন করেছেন কিন।
সেই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, 'আমি রয় কিনের মতামতের সঙ্গে একদমই একমত নই। হলান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার। সে আমাদের শিরোপা জিততে অনেক সাহায্য করেছে।'
ফুটবল যে শুধু একজনের খেলা নয় বরং দলগত সেটিও মনে করিয়ে দিয়েছেন সিটি কোচ, 'ফুটবল খেলাটা দলীয় খেলা। এখানে কেবল একটি কারণে আপনি বিফল হবেন এমন নয়। অনেক কারণই থাকে।'
উল্লেখ্য, হলান্ডের সমালোচনা করে রয় কিন বলেছিলেন, ''তাকে নিজের খেলার উন্নতি করতে হবে। সে অনেকটা দ্বিতীয় স্তরে খেলা খেলোয়াড়ের মতো। তাকে আমি এভাবেই দেখি। মাঠের সাধারণ খেলায় তাকে উন্নতি করতে হবে এবং এটা কয়েক বছরের মধ্যে হবে।'