মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান
রাজধানী ঢাকার অদূরে নির্মিত মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের সরকারি এবং বেসরকারি দাতা প্রতিষ্ঠানগুলো ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। জাপানি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ৯০০ কোটি ইয়েন।
দেশটির সরকারি ঋণ দাতা- জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন দেবে ২৮ দশমিক ৫ বিলিয়ন ইয়েন। জাপানের নেতৃত্বাধীন এশিয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) প্রকল্পে অর্থ সহায়তা দেবে।
অন্যদিকে বেসরকারি ঋণ দাতাদের মধ্যে রয়েছে জাপানের অন্যতম বৃহৎ মিজুহো ব্যাংক, সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্প এবং এমইউএফজি ব্যাংক। খবর নিক্কেই এশিয়ান রিভ্যিউয়ের।
জাপান সরকারের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স বেসরকারিখাতের দেওয়া ঋণগুলোর গ্যারান্টি দেবে। প্রতিষ্ঠানটি মেঘনাঘাট কেন্দ্রে জাপানি কোম্পানি জিরার যে অংশীদারিত্বের বিনিয়োগ রয়েছে, তারও গ্যারান্টি দিচ্ছে।
এলএনজি চালিত ৭১৮ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুতকেন্দ্রে জাপানি জ্বালানি ও শক্তি উৎপাদন ব্যবসায়ী গ্রুপ- জিরার আংশিক অংশীদারিত্ব রয়েছে। মেঘনাঘাট প্রকল্পের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরাসরি বাণিজ্যিকভাবে অংশ নিচ্ছে কোনো জাপানি কোম্পানি।
রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মেঘনাঘাট কেন্দ্রটি ২০২২ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। এখানে উৎপাদিত বিদ্যুৎ কিনে নিয়ে তা জাতীয় গ্রিডে বিতরণ করবে রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
উন্নয়নশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা গত এক দশক ধরে বিপুল পরিমাণে বেড়েছে। বাংলাদেশে এই বৃদ্ধির বার্ষিক হার ৬ দশমিক ৬ শতাংশ।
কয়লার চাইতে এলএনজি ব্যবহারে কার্বণ নিঃসরণ কম হওয়ায় আলোচিত প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎশক্তির বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে জিরা।