জুভেন্টাসের বিপক্ষে মামলা জিতলেন রোনালদো, পাবেন ১০ মিলিয়ন ইউরো
জুভেন্টাসের বিরুদ্ধে করা মামলা জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার কারণে নিজের সাবেক ক্লাবের কাছ থেকে প্রায় ১০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন সিআর সেভেন।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে তিন মৌসুম খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে ১০১ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। কিছুদিন আগে নিজের সাবেক ক্লাবের বিপক্ষেই মামলা করেছিলেন তিনি!
রোনালদোর মামলা করার বিষয়টি তখন নিশ্চিত করেছিল ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট। সংবাদমাধ্যমটি ২০ পেজের একটি দীর্ঘ প্রতিবেদনও প্রকাশ করেছিল।
তা রোনালদো ছেড়ে আসা ক্লাবের বিরুদ্ধে কী নিয়ে মামলা করেছিলেন? ইতালিয়ান ক্লাবটির কাছে প্রায় ২৩৩ কোটি টাকা পাওনা রোনালদো। করোনার সময় আর্থিক দুরবস্থার কারণে বেতন কম নিতে রাজি হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা।
তবে পরবর্তীতে সেটি শোধ করা হবে, এই শর্তেই রাজি হয়েছিলেন রোনালদো। সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই টাকা না পেয়ে আদালতের দারস্থ হন সিআর সেভেন। তাই নিজের পাওনা আদায়ে ক্লাবটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
সেই মামলার রায়ে জিতেছেন রোনালদোই। তবে নিজের দাবি করা ১৭ মিলিয়ন ইউরো অবশ্য পাচ্ছেন না সিআর সেভেন। আদালত রায় দিয়েছে, রোনালদোকে ৯.৮ মিলিয়ন ইউরো দেবে জুভেন্টাস। অর্থাৎ, দাবি করার অর্থের অর্ধেকটা পাচ্ছেন রোনালদো।