পুরোনোটিকে বাতিল করে বাণিজ্যিক ব্যবহারে নতুন অ্যাটলাস রোবট আনল বোস্টন ডায়নামিক্স
১১ বছর পরে 'অ্যাটলাস এইচডি' নামের আগের হিউম্যানয়েড রোবটকে বাতিল ঘোষণার পর বুধবার এর নতুন সংস্করণ উন্মোচন করেছে বোস্টন ডায়নামিক্স।
কোম্পানিটি বলেছে, 'বাস্তব পৃথিবীর বিভিন্ন কাজ করার সক্ষম করে' নতুন রোবটটির ডিজাইন করা হয়েছে।
বরাবরের মতোই প্রতিষ্ঠানটি নতুন রোবটের বিভিন্ন কাজের একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে নির্মাতা বোস্টন ডায়নামিক্স জানিয়েছে, 'আমাদের আগের হাইড্রোলিক অ্যাটলাস রোবটটির বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আমাদের নতুন রোবটটি সম্পূর্ণ বৈদ্যুতিক।'
তারা জানায়, 'আগামীতে ল্যাবে, কারখানায় এবং আমাদের জীবনে বিশ্বের সবচেয়ে গতিশীল হিউম্যানয়েড রোবটটি কীভাবে কাজ করবে, তা দেখার জন্য আমরা রোমাঞ্চিত।'
এক বিবৃতিতে অ্যাটলাসের পক্ষ থেকে বলা হয়, 'অ্যাটলাসের নতুন বৈদ্যুতিক সংস্করণটি হবে আগের চেয়ে আরও শক্তিশালী। এর কর্ম পরিসর হবে আমাদের আগের যেকোনো প্রজন্মের তুলনায় বিস্তৃত। আমাদের শেষ প্রজন্মের হাইড্রোলিক অ্যাটলাস (এইচডি অ্যাটলাস) বিভিন্ন ধরনের ভারী বস্তু উত্তোলন এবং যন্ত্র চালাতে পারত। নতুন রোবটে আমরা বিদ্যমান ক্ষমতাগুলো অব্যাহত রেখেছি এবং গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী নতুন কয়েকটি বৈচিত্র্য যুক্ত করেছি।'
সংস্থাটি বৈদ্যুতিক অ্যাটলাস উন্মোচনের বিষয়ে জানায়, 'অনেক দিন থেকেই আমরা দ্বিপদী রোবট নির্মাণের চেষ্টা করছি। আমরা এমন রোবট তৈরি করতে চেয়েছিলাম যেগুলো শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে এবং গতিশীলভাবে চলাচল করতে পারে।'
তারা আরও জানায়, 'পৃথিবীতে মানুষের জন্য কাজ করা রোবটগুলোর জন্য হিউম্যানয়েড ফর্ম ফ্যাক্টর অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিজাইন।'
রোবট বিশেষজ্ঞ ড. ইনগো কেলার বলেন, 'ক্রমশ এর মানবসদৃশ ক্ষমতা রোবটের সক্ষমতার সীমানা ছাড়িয়ে বহুদূর এগিয়ে যেতে সহায়তা করেছে। নতুন রোবটে আগের অ্যাটলাসের মূল কারিগরি প্রযুক্তিগুলোকে আরও উন্নত করা হয়েছে।'
এডিনবার্গের ন্যাশনাল রোবোটারিয়ামের রোবোটিকস প্রধান ড. কেলার আরও বলেন, 'এই শিল্পকে মানব দেহের অবিশ্বাস্য ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হলে আমাদের এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে আমার কোনো সন্দেহ নেই অ্যাটলাসকে এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে স্মরণ করা হবে।'
বোস্টন ডায়নামিক্স বিশ্বের সবচেয়ে উন্নত রোবোটিক্স সংস্থাগুলোর একটি। প্রতিষ্ঠানটির তৈরি কয়েকটি রোবট বর্তমানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং পুলিশ বিভাগে কাজ করছে।
মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি রোবটিক্স প্রতিযোগিতার অংশ হিসেবে ২০১৩ সালে অ্যাটলাসের প্রথম সংস্করণ তৈরি করা হয়। দুর্যোগ পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য এটি তৈরি করা হয়েছিল। সেসময় এটিকে 'এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে উন্নত মানবিক রোবটগুলোর মধ্যে একটি' হিসেবে বর্ণনা করা হয়েছিল। তবে রোবটটির পরবর্তী সংস্করণগুলো মার্কিন সরকারের ব্যবহারের জন্য তৈরি করা হয়নি।
বোস্টন ডায়নামিক্স দক্ষিণ কোরিয়ার গাড়ি কোম্পানি হুন্দাইয়ের মালিকানাধীন। আগে এটি সফটব্যাংক নামের একটি জাপানি ব্যাংকের মালিকানাধীন ছিল, এবং এরও আগে ছিল গুগলের মালিকানাধীন। ৪০ বছর আগে এমআইটিতে এর যাত্রা শুরু হয়।
শুরুতে সামরিক বাহিনীর পক্ষ থেকে এর অর্থায়ন করা হলেও, নির্মাতারা এখন তেল, গ্যাস এবং নির্মাণ শিল্পমালিকদের কাজে ব্যবহারের জন্য রোবট ভাড়া দিচ্ছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি