চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩টায় জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে।
এর আগে গত ২৬ এপ্রিলও চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় তা হয়েছিল ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ৪৩ ডিগ্রির দিকে উঠছে।
দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সরকার আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। রোববার পর্যন্ত ৩৫ জন 'হিট স্ট্রোকে' মারা গেছেন বলেও ধারণা করা হচ্ছে।