বিদায়ের আগে ফ্রান্স সেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে
বিদায়ের আগে রাঙিয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে এই পিএসজি উইঙ্গারের হাতে। তার দল আগেই নিশ্চিত করেছে লিগ শিরোপা জয়।
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দেন এমবাপ্পে। সাত বছরের সম্পর্ক শেষ করে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন বিশ্বজাপজয়ী এই ফরাসি তারকা। তবে কোথায় যাচ্ছেন তা খোলাসা করেননি এমবাপ্পে।
২৫ বছর বয়সী এমবাপ্পে প্যারিসে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন টানা পঞ্চমবারের মতো। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন তিনি।
লিগ ওয়ানে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তার।
সবমিলিয়ে পিএসজির হয়ে সাত মৌসুম খেলে ৩১৭ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। লিগ ওয়ানের শিরোপা বেশ কয়েকবার জিতলেও পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। সেটির খোঁজেই প্যারিসের ক্লাব ছেড়ে নতুন গন্তব্যে যাচ্ছেন এমবাপ্পে।