আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়: ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমরা আমাদের সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। তাই আমি আমাদের কঠিন সমস্যাগুলো নিয়ে কাজ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডোনাল্ড লু বলেন, আমাদের অনেক কঠিন কিছু সমস্যা আছে। যেমন- র্যাবের নিষেধাজ্ঞা, শ্রম সংস্কার, মানবাধিকার, ব্যবসায়িক জলবায়ু সংস্কার। কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমরা ইতিবাচক বিষয়ে পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে চাই।
তিনি বলেন, 'বাংলাদেশ সফরে এসে গত দুই দিনে আমি দুই দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা জানি, গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (বাংলাদেশে) অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম। এতে কিছু টেনশন তৈরি হয়েছিল। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক।'
এই সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ এবং কীভাবে আমরা ক্লিন এনার্জি নিয়ে একসাথে কাজ করার বিষয়ে কথা বলেছি।
তিনি আরও বলেন, সবশেষে দুর্নীতি মোকাবিলায় আমাদের পারস্পরিক প্রচেষ্টা, কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার জবাবদিহিতার ব্যবস্থা এসব বিষয়ে কথা বলেছি।
ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সফরের পর দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসেন লু। গত ১০ মে তার ৬ দিনের ত্রিদেশীয় সফর শুরু হয়।
আগামীকাল বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন লু।