শুধু দ্রুত নয়, দ্বিগুণ গতিতে বাড়ছে করোনার সংক্রমণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান
করোনা-সংক্রমণ শুধু দ্রুত গতিতে বাড়ছেই না, বরং দ্বিগুণ বেগে বাড়ছে। গত ছ'সপ্তাহের পরিসংখ্যান তাই জানাচ্ছে, বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
এমনটা যে হতে চলেছে, আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন হু-প্রধান। জানিয়েছিলেন, গৃহবন্দি মানুষ ক্লান্ত। অর্থনৈতিক ভাবেও বিপর্যস্ত। কিন্তু এ অবস্থায় লকডাউন তুলে নিয়ে বাইরে বেরোনো মানেই সংক্রমণ বৃদ্ধি। কার্যত সেটাই হয়েছে। বিশ্বের বেশির ভাগ দেশেই লকডাউন শিথিল হতে দ্বিগুণ বেগে বেড়েছে সংক্রমণ।
গেব্রেয়াসুস বলেন, ''কোভিড-১৯ পৃথিবীকে বদলে দিয়েছে। সব দেশ, সম্প্রদায়, মানুষকে এক করেছে। আবার দূরেও সরিয়ে দিয়েছে।''
তিনি আরও বলেন, ''তবে আমরা কিন্তু 'বিশ্বমারির বন্দি' নই। তফাত এই যে, আমরা প্রত্যেকে একা বদল আনতে পারি।''
ইউরোপের দেশগুলিতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভাইরাসের উৎস চীন প্রায় করোনা-শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই সংক্রমিতের সংখ্যা বাড়ছে।
গত সোমবার নতুন করে চীনে ৬১ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এপ্রিল মাসের পরে এই প্রথম এত বড় লাফ।
- সূত্র: আনন্দবাজার