নিজেকে মোরগ ভাবতেন যে নারী!
বেলজিয়ামের কেইউ লুভেন ইউনিভার্সিটির চিকিৎসকরা সম্প্রতি এক উদ্ভট ঘটনা সামনে এনেছেন। তাদের চিকিৎসা নেওয়া ৫৪ বছরের এক নারী বিশ্বাস করতেন তিনি মানুষ নন, বরং মোরগ। এমনকি কিছুদিন মোরগের মতো আচরণও করেছেন তিনি!
বিবাহিত ওই নারীর নাম কিংবা বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও বলা হয়েছে, একটা ফার্মেসিতে তিনি বেশ ভালো চাকরি করতেন। ওই উদ্ভট আচরণ শুরু করার আগে কোনো রকম মাদক নেওয়ার ইতিহাস নেই তার।
একদিন তার ভাই খেয়াল করলেন, ওই নারী মোরগের মতো শব্দ করছেন এবং ঘাড় নাড়াচ্ছেন। কী করবেন, বুঝতে না পেরে তার ভাই তাকে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের ওই নারী বলেন, নিজেকে তার মোরগ মনে হয় এবং নিজের পায়ে এক ধরনের নতুন অনুভূতি অনুভব করছেন।
চিকিৎসাবিজ্ঞান বলে, জোনথ্রপি বা এক ধরনের মানসিক অসংলগ্নতার আচমকা আক্রমণে একজন মানুষ নিজেকে কোনো প্রাণী হিসেবে অনুভব করতে পারে। চিকিৎসকরা ওই নারীকে ধীরে ধীরে সারিয়ে তুলেছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ।
চিকিৎসকরা জানান, সুস্থ হওয়ার পর ওই নারী জানতে চেয়েছিলেন- তার কী হয়েছে এবং কেন তিনি হাসপাতালে। পরিবারের কাছে ঘটনা জেনে তিনি যারপরনাই বিব্রত হয়েছেন।
চিকিৎসাবিজ্ঞানের মতে, কারও মধ্যে জোনথ্রপির উপসর্গ এক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দশক পর্যন্তও থাকতে পারে। সাধারণত প্রান্তিক ও নন-ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের মানুষের মধ্যে এ রোগে আক্রান্তের হার বেশি।
- সূত্র: অডিটি সেন্ট্রাল