ভারত-পাকিস্তান ম্যাচে থাকবে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসী হামলার হুমকি এসেছিল কিছুদিন আগে। এবার বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচে 'লোন উলফ আক্রমণ'- এর হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পর আগামী ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই ম্যাচে।
ডাইডার বলেন, 'যখন খেলা থাকে এবং অনেক ভিড় হয়, তখন সবকিছুই বিশ্বাসযোগ্য। নাসাউ কাউন্টির বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিটি সূক্ষ্ম বিষয় বিবেচনায় রাখবো। আমি নিশ্চয়তা দিতে পারি, এটা হবে আমাদের দেশের ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আমি এই নিশ্চয়তাও দিতে পারি, ৯ জুন নাসাউ স্টেডিয়াম হবে থাকার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা।'
যদিও নিউ ইয়র্কের গভর্নর কার্যালয় হুমকি পাওয়ার মতো কোনো প্রমাণাদি পায়নি বলে জানিয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে তাদের দাবি, জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি এই মুহূর্তে নেই। এরপরও নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল নিউ ইয়র্ক পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, 'এই সময়ে কোনো বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে আমরা কয়েক মাস ধরে কাজ করে আসছি।'
নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যান আশ্বস্ত করে বলেছেন, 'আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। আমরা কোনো হুমকিই ছোট করে দেখি না। আমরা সব দিক থেকে সতর্ক থাকছি।'
নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ স্থানীয় হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হচ্ছে। হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত আছে। এ কারণে নেতৃস্থানীয় কাউন্টি কর্মকর্তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) অনুরোধ করেছেন, এই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করতে।