গণপিটুনিতে হত্যা রোধে প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ নয়: হাইকোর্ট
গনপিটুনিতে তাসলিমা বেগম সহ যারা নিহত হয়েছেন, তাদের বাঁচাতে প্রশাসনের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষনা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ সোমবার (২৬ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন।
এছাড়াও গণপিটুনিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ,সে ব্যাপারে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে আগামী ২৮ নভেম্বরের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।
গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং বাড্ডা থানার ওসি’র বিরুদ্ধে এই রিট আবেদন করেন তিনি।
আজ সেই রিটের শুনানিতে এই রুল জারি করেন হাইকোর্ট বেঞ্চ।