ছবিতে বৈরুত বিস্ফোরণ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/08/06/beirut_blast_20.jpg)
গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১শ' জন নিহতের কথা জানিয়েছে দেশটির সরকার। এর মধ্যে ৪জন বাংলাদেশিও আছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গুরুতর আহতের সংখ্যা বলা হচ্ছে ৪ হাজারের বেশি।
গুরুতর অবস্থায় হসপিটালে রয়েছেন অনেকেই। এখনো ধ্বংস্তূপ থেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তাই মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কততে গিয়ে দাঁড়ায় তা অনুমান করা কঠিন।
আবার যারা বেঁচে যাবেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান।
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। মুহূর্তেই আগুন ধরে যায়। আশপাশের বাড়িঘর উড়ে যায়। ধ্বংসস্তুপে পরিণত হয় বেশ কয়েকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই ছোটাছুটি শুরু করেন আতঙ্কিত মানুষ।
এর আগে এমন বিস্ফোরণ কেউ দেখেনি বলে জানিয়েছেন বাসিন্দারা। এবার পুরো বৈরুত এমনকি বৈরুতের বাইরেও ক্ষতি হয়েছে।
বৈরুতের আবাসিক এলাকায় এই রাসায়নিকের গুদামটি ২০১৪ সালে স্থাপিত হয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ফুটে উঠেছে এই ঘটনার ভয়াবহতা।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_2.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_3.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_4.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_5.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_6.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_8.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_10.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_12.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_14.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_16.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_18.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_19.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2020/08/06/beirut_blast_23.jpg)