২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড
রোববার সারাদিনে ভারতে মারা গেছেন এক হাজার ৭ জন। একইসময় রেকর্ড ৬২ হাজার ৬৪টি কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় প্রতিবেশী দেশটিতে।
সাম্প্রতিক মৃত্যুর ঘটনাসহ এপর্যন্ত ৪৪ হাজার ৩৮৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য দিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এছাড়া, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন। এদের মধ্যে এখনও সুস্থ হননি বা চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনা সংক্রমণ যেন লাভ করেছে অপ্রতিরোধ্য গতি। বিগত চারদিন ধরে দৈনিক ৬০ হাজার বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। বিশ্বের অন্য সকল দেশের তুলনায় গত ছয়দিন ধরে নতুন সংক্রমণের সংখ্যাতেও শীর্ষে আছে দেশটি। অথচ জুনের মাঝামাঝি সময়ে দৈনিক সংক্রমণ সংখ্যা ৫০ হাজারের ঘরে ছিল।
সবমিলিয়ে করোনায় প্রভাবিত দেশের তালিকায় এখন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই উঠে এসেছে ভারতের নাম। মৃতের সংখ্যায় বৈশ্বিক তালিকায় পঞ্চম স্থানে থাকলেও, কোভিড সংক্রমণে ভারতীয়দের মৃত্যুহার শীর্ষে থাকা দুই দেশের তুলনায় অবশ্য অনেক কম; মাত্র ২ শতাংশ।