মেসির রেকর্ডের ম্যাচে কানাডাকে হারিয়ে কোপা মিশন শুরু আর্জেন্টিনার
দুই দলের মধ্যে শক্তির ব্যবধান ছিল আকাশ-পাতাল। সেই অসম লড়াইয়ে জিতেছে ফেবারিট আর্জেন্টিনাই। কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে লিওনেল স্কালোনির দল।
প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জুলিয়ান আলভারেজ এগিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের অন্তিম মুহূর্তে লাউতারো মার্তিনেস ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন।
ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েছে আর্জেন্টিনা। যার ৯টিই ছিল লক্ষ্যে। অপরদিকে কানাডা ১০টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। সে হিসেবে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি আর্জেন্টিনা গোলরক্ষক এমিলয়ানো মার্তিনেসকে।
কানাডার বিপক্ষে খেলতে নেমে একটি রেকর্ড গড়েছেন মেসি। কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন আর্জেন্টিনা অধিনায়কের। সব মিলিয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন মেসি, ভেঙেছেন ১৯৫৩ সালে চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্টোনের গড়া রেকর্ড।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় প্রথমবার খেলতে আসা কানাডা। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। এরপর সুবিধাজনক অবস্থানে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন ম্যাক অ্যালিস্টার। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ।
আর্জেন্টিনার দ্বিতীয় গোলেও সরাসরি অবদান আছে মেসির। ৮৮ মিনিটে মেসির থ্রু পাস থেকে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। তবে দ্বিতীয়ার্ধে দুটি গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি নিজে। যদিও আর্জেন্টিনাকে এর মূল্য দিতে হয়নি।