‘ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে আইসিসি’
ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টেও অপরাজিত রয়েছে রোহিত শর্মার দল, অর্থাৎ যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ভারত। কিন্তু ফাইনালে উঠেও সমালোচনা পিছু ছাড়ছে না দলটির। খোদ ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারই বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।
মাঞ্জরেকার নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন। শুধু মাঞ্জরেকারই নন, ভারতকে আলাদা সুবিধা দিয়েছে আইসিসি, এমনটা মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং ধারাভাষ্যকার ডেভিড লয়েডও।
ভারত আগে থেকেই জানত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানায়, ক্যারিবীয় অঞ্চলে অন্যতম স্পিনবান্ধব উইকেট এটি। সে অনুযায়ী দল সাজিয়েছেন নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি যে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বিশ্বকাপ সূচি করেছে, সেটি আলাদা করে বলার প্রয়োজন নেই।
দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারই যেমন বলেছেন, 'ভারতকে পরিষ্কার সুবিধা দেওয়া হয়েছে। রোহিতকে এটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজটা সহজ করে দিচ্ছে না। ভারত নিশ্চয়ই তাদের দল সাজিয়েছে এটা মাথায় রেখে।'
গত কয়েকটি বিশ্বকাপে ভারতের নক আউট পর্বের পারফরম্যান্স ভালো নয়। সেটিও এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে বলে মনে করেন মাঞ্জরেকার, 'সেমিফাইনাল ও ফাইনাল ভারতের সমস্যা ছিল। যখন আপনি জানবেন আপনার খেলা গায়ানায়, তখন আপনি চার স্পিনার দলে রাখবেন। এটাই হবে একটা কারণ।'
শুধু মাঞ্জরেকারই নন, আইসিসির ভারতকে এমন বাড়তি সুবিধা দেওয়া নিয়ে চাঁচাছোলা সমালোচনা করেছেন মাইকেল ভনও, 'এটা তাদের টুর্নামেন্ট। তারা যেখানে চায়, সেখানে খেলছে। তারা জানে তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় হবে। তারা প্রতিটা ম্যাচ খেলছে সকাল বেলা, যেন ভারতের দর্শকরা রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারে।'
আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েড সমালোচনা করেছেন আরও বড় পরিসরে। তার মতে, আইসিসি প্রতিটি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ আগে থেকে ঠিক করে রাখে। যা তার দৃষ্টিতে সঠিক নয়, 'আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি। এটা বড় একটা টুর্নামেন্ট ফিক্সিং। খেলাটা নিজেই একটা মঞ্চ। আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এটা তো কিছুই নয়। আমরা আরও অনেক কিছুই ফিক্স করি। এই বিশ্বকাপেই তো কত কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে। আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়।'